বিশ্বকাপ সূচি প্রকাশ

বাংলাভাষী ডেস্কঃঃ

ভারতের মাটিতে চলতি বছর বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এই মেগা টুর্নামেন্ট আগামী ৫ অক্টোবর থেকে শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত। ভারতের মোট ১২টি শহরে হবে বিশ্বকাপের ম্যাচগুলো।আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ। ক্রিকেট ভক্তরা এতোদিন অপেক্ষা করছিল বিশ্বকাপ সূচির।

আজ (২৭জুন) আইসিসি এক বিবৃতিতে চূড়ান্ত করল ২০২৩ বিশ্বকাপের সময়সূচী। সূচি প্রকাশ করেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ, ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ, শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার মুথাইয়া মুরলিরন এবং আইসিসি সিইও জিওফ অ্যালর্ডিস। ভারতের ১০টি ভেন্যুকে ( ধর্মশালা, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই, কলকাতা, লখনউ, গুয়াহাটি, পুনে ও হায়দরাবাদ ) বেছে নেওয়া হয়েছে। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হবে মেগা ফাইনাল।

এছাড়া সেমিফাইনাল দুইটি আয়োজিত হবে কলকাতার ইডেন গার্ডেন্স ও মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে ভারতীয় দল শেষ চারে উঠলে ২০১১ সালের বিশ্বকাপ জয়ের ভেন্যুতে খেলতে দেখা যাবে তাদের।