বংশের প্রদীপ

বংশের প্রদীপ

   —আফিয়া বেগম শিরি

পুত্র সন্তান জন্ম নিলে বংশের প্রদীপ হয়

কন্যা সন্তান জন্ম নিলে মুখটা কালো রয় 

পুত্র কিংবা কন্যা হোক একই গর্ভের ধন

কেনো এতো বৈষম্যতা ভারাক্রান্ত মন

মেয়ে হয়ে জন্ম নেয়া তার কী অপরাধ 

জন্ম থেকে শুনতে হয় হাজার অপবাদ

কতো কষ্ট করে মা গর্ভে করেছে ধারন 

সে মাকে পেতে হয় অন্যায় নির্যাতন 

মা কেনো দোষী হবে কন্যা জন্মদানে 

স্বয়ং সৃষ্টিকর্তা খুশী হন মেয়ের আগমনে 

সুশীল থেকে শুরু করে একই ধারনা সবার 

পুত্র যদি জন্ম নিতো বংশের বাতি বাবার

কবে সমাজ বের হবে ভ্রান্ত পথের দ্বার 

যার ঘরে কন্যা সন্তান ভাগ্য সুপ্রসন্ন তার 

বাবার ঘরে লক্ষী মেয়ে স্বামীর ঘরে বধু 

সন্তানের কাছে মা জান্নাতের বাগান শুধু 

মা ডাকটি অতি মধুর কতো যে মহান  

ছেলে কিংবা মেয়ে হোক সবই আল্লাহর দান—