বিষ্ফলা

বিষ্ফলা

এইচ নাজমুল হোসাইন 

লিখছি হাত কাপছে মৃদু কম্পনে

প্রচন্ড এক ঝাকুনি পুনঃপুনঃ অন্তরে

অস্থির ভিতর অসহ্য যন্ত্রণা উগলাচ্ছে

চেপে ধরতে চাইছি সকাতরে গর্জনে 

কি হলো থামলো যে বিষ্ফলা! 

বিষ দিবোনা অস্থি পাজরে 

ঠিক শুদ্ধের বাজারে পানির দরে।

বলো কি?! এবার উপায় শুধায়

মিশে যাও মোহনায় সৃষ্টিকর্তা যেথায় 

অবিনাশী না হয় রাবেয়া বসরী

নানক শাহী কালু গাজী 

দেবে কি তারা নোনা অশ্রু ভারী?! 

মঞ্জিল এক হলে তাও-তে আগাবেন 

জ্যোতি দিবেন আলোক ছড়াবেন। 

এ প্রেমের পুরষ্কার অমরত্ব নহর বাগবাগিচা 

সাথে প্রভুর দর্শন সুললিত সুরের মূর্ছনা 

মোহন বাশীর সুরে স্তব্ধ সারা জাহান ঠান্ডা 

দিল ঠান্ডা কি সুখ কি সুখ জনম দুখ ! 

মানুষের কষ্টে বিকলঙ্গতা দেখে আর কি

চাইতে পারি! কিছু চাইনা ঠিক আছি 

মন শান্ত রেখো বিধাতা আরজ করি !।