বয়ানে রামাদান -৫

বয়ানে রামাদান -৫

চৌধুরী হাফিজ আহমদ 

রামাদান আসে পরিবর্তন করতে এবং পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে - কিন্তু আমরা মানব জাতি পরিবর্তন চাইনা , আলসেমিতে ভরপুর আমাদের জীবন , মেনে চলব বা ভাল হয়ে চলব এতে অনিহা থাকে প্রচুর , আল্লাহ তায়ালা আমাদের এক্র পর এক সজুগ দিয়ে চলেছেন , এই রকম সুজুগের একটা অন্যতম হচ্ছে রামাদান - পরিবর্তন করতেই আসে যেমন 

১, খাদ্য অভ্যাস 

২, নিদ্রা অভ্যাস 

৩, কর্মের অভ্যাস 

৪, ব্যবহারের অভ্যাস

৫, বিলিয়ে দেবার অভ্যাস 

৬, লেন দেনের অভ্যাস 

৭, ত্যাগের অভ্যাস

৮ , সবরের অভ্যাস 

৯, চরিত্র সংশোধনের অভ্যাস 

১০ , তাকওয়ার অভ্যাস 

এই রকম হাজারো বদ অভ্যাস কে পরিবর্তন করতেই এই মাসের আগমন ঘতে ১১ মাসের পরে , এখন রামাদান এলে আমি প্রায় ই দেখি আমরা করি উল্টো - যেমন ব্যয় বেড়ে যায় - খাবার বেড়ে যায় - অসুস্ততা বেড়ে যায় - রাগ বেড়ে যায় - কেনাকাটা বেড়ে যায় -তামাশা বেড়ে যায় - হতাশা বেড়ে যায় - অনেকেই ধৈর্য হারা হয়ে যায় । অথচ রামাদানে এই সব বাজে অভ্যাস কে কবর দেবার কথা ছিল , আমরা যাহারা সাওম থাকি তাহাদের যেন হাসতে মানা , মেজাজ কে এত চরম করে রাখি যা দেখলে মানুষ জানোয়ার ও ভয়ে পালায় ,দ্রব্য মুল্য এত উরধে রাখি যার কারনে বঞ্চিত হয় সাধারন জনগন সামান্য তম সুবিদাজনক আহার থেকে, অযথা ভীর করে গণ্ডগোল পাকায় সর্বত্র , মাসজিদের পবিত্রতা নষ্ট করে - অপরিষ্কার অনেক কিছু মাসজিদে ফেলে যায় ইত্যাকার বাজে বাজে অভ্যাস গুলা সাওমের মর্যাদাকে নষ্ট করে ,ইফতার পার্টির নামে চলছে ব্যবসা - জাকাতের নামে উঠানো হচ্ছে টাকা , যার ফলে গরিব আরও গরীব হচ্ছে দিন দিন গরীব বাড়ছেই বাড়ছে কমছেনা । রামাদান আমাদের যে নিয়ামত দিয়ে যায় তাহাকে আমরা অনায়াসে নষ্ট করে ফেলি শাইতানের ওয়াস ওয়াসায় , মনচাহী জীবন কে ঊপলক্ষ করে আখিরাতকে বরবাদ করছি , সুদ -মদ- জুয়া - জিনায় জড়িয়ে গোটা সমাজ কে করছি কুলসিত তাই আমার আবেদন সবার কাছে আসুন আমরা শিক্ষা নেই রামাদানের কাছ থেকে , এবং এই সু শিক্ষা দিতেই আমাদের কাছে আসে রামাদানুল মুবারক বার বার , রামাদানে আল কোরআন তিলাওয়াতের বিকল্প কিছুই হতে পারেনা , আল্লাহর সাথে আলাপন করে দেয় মন মগজ কে সতেজ অসুসুততাকে তাড়িয়ে দেয় , শারিরিক ব্যায়ামের সকল উপকরন রামাদান মাসে উপস্তিত , তাই শিখতে লজ্জা নাই - রামাদান হচ্ছে আল কোরআনের জন্ম মাস তাই কোরআন থেকে পাচ্ছি সহিহ শিক্ষা এই কোরআন কে যদি সাথী করতে না পারি তা হলে আফসোসের শেষ হবেনা - আল্লাহ যেন আমাদের রামাদান কে কবুল করেন এবং নাজাতের উসিলা করেন , আসুন আমরা একে অপরের জন্য কল্যানের দুআ করি । ০৬-০৪-২০২২