বয়ানে রামাদান -৭

বয়ানে রামাদান -৭


চৌধুরী হাফিজ আহমদ 


রামাদান মাস হচ্ছে ইসলামের মধ্যে একটি অন্যতম স্তম্ভ , এত শক্ত ভিত্তি যার শিকড় একদম আরশ থেকে শুরু এবং এর জাল বিস্তৃত একদম জান্নাত পর্যন্ত , জান্নাতের যত অভ্যাস গুলা আছে এড় সবটুকুন আছে রামাদান মাসে , শুধু কি সিয়াম সালাতের কিয়াম ইফতার সাহরী জাকাত ! নাহ এর চেয়ে অনেক বেশী বেশি নিয়ামত রয়েছে প্রতি মুহূর্তে , রহমতের ঝড় বহে যায় চারিদিকে জমিনে আসমানে বর্ষিত হতে থাকে জনে জনে - ভাগ্য পরিবর্তন হয়ে যায় রামাদানেই , আমরা তাক্কদিরের উপর বিশ্বাস করি এবং তাক্কদির এর মালিক হচ্ছেন রাব্বুল আল আ মিন - তিনি ই হচ্ছেন একমাত্র অধিপতি , রামাদানে তিনি এমন বিনিময় দান করেন একেটি ইবাদতের ফজিলত দুনিয়ার হিসাবে কুলাবেনা , নফল হয়ে যায় ফরজের সমান , এবার দেখুন চিন্তা করে ইবাদতের মর্যাদা কত উচ্ছে স্তান পায় । আমাদের উচিত সময় কে কাজে লাগানো - সময় যদি অযথা ব্যয় করি তবেই বিপদ সামনে - তাই রামাদানে সময় সহ সব কিছুতেই আমরা সতর্ক থাকব , কিছুতেই অপচয় অপব্যায় করবনা এবং হতে ও দিবনা , আল্লাহ তায়ালা জমিন কে দিয়েছেন উর্বর করে এই মেহনতের ফল ও জমিনেই পরিলক্ষিত হয় , ফসল যখন উপছে উঠে চাষি আনন্দে গুন গাণ গায় আয়োজন করে নানা উৎসবের , সেই রকম আল্লাহ তায়ালা ও যখন দেখেন বান্দাহ সিয়াম পালন করে কিয়াম ও করছে আবার বিলিয়ে ও দিচ্ছে আবার জাকাত এর হিসাব করে অপর ভাইকে প্রতিস্টিত হতে সাহায্য করছে তখন মহান রাব্বুল আল আমিন খুশী হন এবং এই খুশীর আনন্দে আল কোরআনে বয়ান দিয়ে ই রেখেছেন অগ্রিম ভাবে ঈদের উৎসবের আয়োজনের মাধ্যমে , এখন আমরা বান্দাহ রা টিক করব কি ভাবে রামাদান কে বরণ করে নেব , রামাদানের প্রশিক্ষনে গাফিলতা মানেই সফলতা থেকে ছিটকে পরা , ইহদিনাস সিরাতুআল মুসতাক্কিম এর রাস্তা থেকে সামান্য সড়ে গেলেই জীবনে ধ্বস ও ধ্বংস - তাই আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন - ওয়াল আসর / ইন্নাল ইনসানা লাফি খুসর/ ইল্ললা লাজিনা আমানু ওয়া মিলুস সোয়ালিহাত/ ওয়াতাআ সাওবিল হাক্ক/ ওয়াতাআ সাওবিস সাবর - সব সময় ই গোলামেরা সফল হয় কারন এরা হুকুম মেনে চলে , নিয়ম কানুন মানে ভাল মন্দ বুঝে হাক্ক ও বাতিল এর পারেথক্য দেখে বুঝে ও সৎ পথে চলে - দুর্নীতি করেনা কারো হাক্ক নষ্ট করেনা কাউকে কষ্ট দেয়না আল্লাহর অবাধ্যতা করেনা - সুদ - মদ - জুয়া -  জিনা - ইত্যাকার অপরাদে জড়ায় না -  চুরি মিথ্যা গীবত হিংসা ভেজাল ইত্যাদি পরিহার করে  খিদমত করে মানুষের - রাস্তা করে পরিষ্কার - আল কোরআনের আলো র বাতি ঘরে ঘরে পৌঁছে দেয় অন্যের কষ্টে ব্যথিত হয়  এগিয়ে যায় সাহায্যের হাত বাড়ায় ইত্যাকার নেক কাজে নিজেকে জরিত করে ও সমাজ কে এতে অংশ নিতে বলে । আমরা যাহারা ধর্মকে শুধু মাত্র ইবাদতের গণ্ডিতে বন্দি করে রাখছি সবাই ব্যর্থ - সেই কারনেই আজকে যুদ্ধ চারিদিকে , বর্তমানে চলছে ইউক্রেইনে এর আগে থেকে চলছে যুদ্ধ কাশ্মিরে ফিলিস্তিনে সিরিয়াতে ইরাকে চেচনিয়া উইঘুর ইয়েমেন সহ নানা দেশে  ,আল কোরআনের আলোকে যতই গণ্ডির ভিতরে বন্দি করবে ততই ভোগ করত হবে আমাদের সবার -
জিল্লতি 
আজাব
গজব 
রোগ
মহামারী
অভাব 
নির্যাতন
জুলুম 
অত্যাচার 
অবিচার 
সহ আরও অনেক রকমের যন্ত্রনা যা জাহান্নামে থাকে , যেহেতু আমরা মুসলমান তাই আমাদের মু`মিন এ উন্নিত হতে হবে  , আল্লাহ সকল আয়াতে বলেছেন যত সাহায্য সহযোগিতা সব কিছু মু`মিনদের জন্য ই করা হয় , ভিন্ন ভিন্ন আয়াতে আল্লাহ বলেন -
ওয়া ক্কানা হাক্কান আলাইনা নাসরুল মু`মিনিন
ফাস্তাযাব না লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাজা লিকা নুনজিল মু`মিনিন 
ক্কাদ আফ্লাহাল মু`মিনুন  ,হাজারো আয়াত ও হাদিস রয়েছে মুমিন দের বেলায় । তাই আমাদের জীবন মান কে উন্নিত করতে হবে তাহলেই আমরা মু`মিন বলে গন্য হব । আজকের সপ্তম দিন অতিবাহিত হচ্ছে রাহমতের চাদরে আমাদের ঢেকে রাখা হয়েছে  আসুন বাকি ৩ দিন এর মধ্যে ই আমরা রহমত কে আগামির জন্য সঞ্চয় করে রাখি - আল্লাহ রাব্বুল আল আমিন যেন আমাদের সেই তাওফিক্ক দান করেন ।
আল্লাহুম্মা ইয়া মুসাব্বিবাল আসবাব 
ইহদিনাস সিরাতুয়াল মুসতাক্কিম 
রাব্বি জিদনি ইলমা
রাব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফফানা মায়াল আবরার
রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা
আল্লাহুম্মাগফিরলি মাউতা ওয়া মাউতাল মুসলিমিন 

ইয়া আল্লাহ আমাদের নেক নিয়ত কে পুরা করে দাও আমাদের সহজ সরল পথ

 দেখাও । আমিন , ০৯০৪২০২২ বারমিংহাম