ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণ

বাংলাভাষী ডেস্কঃঃ

গত ৫০ বছরে বাংলাদেশের স্বাধীনতার প্রধান শক্তি ভারত ও এই দেশের সম্পর্কগুলো লাফিয়ে, লাফিয়ে রাজনৈতিক, পুঁজিগত, বাণিজ্য ও যোগাযোগ ক্ষেত্রগুলোতে শক্তিশালী করেছে।
চলমান ঐক্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে যেমন স্বক্ষমতা তৈরি এবং প্রশিক্ষণ বিনিময়ে ঘটছে।

এই দেশ দুটি যারা তিনদিকের প্রতিবেশী, বিভিন্ন ক্ষেত্রগুলোতে উন্নতি করতে পেরেছে। সেগুলোর মধ্যে আছে তাদের স্থলভাগগুলোর সীমানাগুলোর সমাধান, সামুদ্রিক সীমানাগুলোর সমাধান, পারস্পরিক নিরাপত্তা নিশ্চিতকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, উন্নয়ন অংশীদারিত্ব, জলবায়ুর অভিঘাতজনিত বিনিময়, শক্তি ও বিজ্ঞান শক্তির বিনিময়, ব্যবসা ও বাণিজ্য, নীল অর্থনীতি ও প্রতিরক্ষা।

এই মুহূর্তে ভারতের দক্ষিণ এশিয়াতে সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হলো বাংলাদেশ। তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য গেল পাঁচ বছরে ৯ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে হয়েছে এখন দ্বিগুণ-১৮ বিলিয়ন মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরের ৯.৬৯ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়েছে প্রায় ৬৬ শতাংশ, ২০২১-২২ অথবছরে হয়েছে ১৬.১৫ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় সংবাদমাধ্যম এএনএর তথ্যমতে, ভারতে নিজের চতুর্থ সবচেয়ে বড় রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে প্রতিবেশী বাংলাদেশ।

চলমান, উন্নয়নমুখী ও বেড়ে চলা আন্ত:যোগাযোগ এই দুটি দেশের অতিরিক্ত দৃষ্টিভঙ্গির নির্দিষ্ট ক্ষেত্রে রয়েছে।

স্থল সীমান্তগুলো দিয়ে কোভিড-১৯ মহামারি রোগের সময় বাংলাদেশ ভারতকে ভালোভাবে সংযুক্ত করা তার বিখ্যাত রেল ব্যবস্থা ব্যবহার করে প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করেছে।