ভালো নেই

ভালো নেই


মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী 

হ্যাঁ আজ আমি 
মুখ ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি!

তোমার শহরে কেউ-ই আজ ভালো নেই
ভালো নেই এই শহরের অলিগলি সমস্ত পথঘাট।
আজিমপুরে বটতলায় পসরা সাজিয়ে বসেনা পান দোকানি! 
ধানমন্ডি লেকে আর আসেনা প্রতিচ্ছবি আঁকিয়ে
ময়লার ভাগাড়ের দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসছে আমার।

উচ্চবিলাসী চিন্তায় ব্যাধিগ্রস্ত হয়ে পড়েছে শরীর মন
অতঃপর, হাতিরঝিলে ওত পেতে থাকা দাঁড়কাক--
হ্রদের স্তন ও যোনি চেটেপুটে খেয়ে ছুড়ে ফেলে দেয় ডাস্টবিনে,
কী লজ্জা ক্রান্তিকালের! দেখে, মুখ থুবড়ে পড়েছে নরকব্যাধির!
কিভাবে লোভ সহসাই লালসার কাছে হচ্ছে ধরাশায়ী!
বিকারগ্রস্তের হাত ছুঁইয়ে আজ ফেইসবুকে শোভা পাচ্ছে--
তোমার সুন্দর অবয়বের ছবি আর নগ্নতার স্কেচ।
ক্রান্তিকালে আমি হয়েছি গৃহবন্দী, কেউ মরছে মহামারীতে--
কেউ-বা বিলাসী জীবনের ব্যর্থ স্বপ্নে বিভোর হয়ে দিচ্ছে আত্মবিসর্জন  
মৃতদেহের গন্ধ যেন ছড়িয়ে পড়েছে আজ শহুরে বাতাসে।

হাওরের স্বচ্ছ জলের কথা তো ভুলেই গেছে-- বুনোহাঁস, পাতিহাঁস, রাজহংসির দল!
শহুরে লোভ সামলাতে না পেরে অবশেষে;
বুড়িগঙ্গার দুষিত পানিতেই সাঁতার কাটে পানকৌড়ি
ভয় ও আতংকে কাটছে দিন,ফাঁকা পিচঢালা পথ  
রাস্তার কিনারে পড়ে থাকা খড়কুটো রোদে আক্রান্ত হচ্ছে ক্রমশ।

তাই আজ আর আমি ভালো নেই।
৩০.০৪.২০২১