"মাওলানা রশীদ আহমদের স্মৃতি রক্ষায় কার্যকর উদ্যোগ নেয়া হবে"

"মাওলানা রশীদ আহমদের স্মৃতি রক্ষায় কার্যকর উদ্যোগ নেয়া হবে"

বাংলাভাষী ডেস্ক :

কর্মের মাধ্যমে মানুষ অমর হয়ে থাকে,এ বাক্যটি যথার্থই প্রমাণ করেছেন সিলেটের রাজনীতি সমাজসেবা,সাহিত্য-সাংবাদিকতা সর্বোপরি দ্বীনের খেদমতে অসামান্য অবদান রাখা ব্যক্তিত্ব এডভোকেট মাওলানা রশীদ আহমদ। তিনি পারিবারিকভাবে মানবসেবার যে দীক্ষা তিনি পেয়েছিলেন তাঁর মৃত্যুর পূর্ব পর্যন্ত তা চালিয়ে গেছেন। রেখে গেছেন অসংখ্য সেবা মুলক প্রতিষ্ঠান তথা মাদরাসা,পত্রিকা, লিগ্যাল এইড, হেলথ সেন্টারসহ সমাজসেবায় এক অনন্য নজির স্থাপন করে গেছেন এই কর্মবীর। তাঁর এসব কর্ম ও স্মৃতি সংরক্ষণ করা প্রয়োজন। একটি স্মারকগ্রন্থ প্রকাশ প্রয়োজন। তাঁর লেখাগুলো সংরক্ষণ প্রয়োজন। এতে করে ভবিষ্যত প্রজন্ম সমাজসেবায় দিক নির্দেশনা পাবে, উদ্ধুদ্ধ হবে। আর সূধীজনের এমন বক্তব্যের সঙ্গে একাত্মতা পোষণ করে রশীদ আহমদের স্মৃতি রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন তাঁর পরিবার। 

মঙ্গলবার রাতে (১১ জানুয়ারী) সিলেট সিলেট নগরের একটি হোটেলে রশীদ আহমদ পরিবারের পক্ষ থেকে সাংবাদিক, সাহিত্যিক,আইনজীবীসহ সূধীমহলের সাথে পরামর্শ সভা এবং দোয়া মাহফিলে আয়োজিত সভায় বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।   

এডভোকেট মাওলানা রশীদ আহমদের ভাই অবসরপ্রাপ্ত পাইলট আবু নসর খলিল আহমদের সভাপতিতে এবং সাংবাদিক  মো. ফয়ছল আলম, খালেদ আহমদ ও রেজাউল হক ডালিমের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন,বিশিষ্ট আলেমে দ্বীন শায়খ ইসহাক আল মাদানী, সিলেটের জ্যেষ্ট সাংবাদিক আব্দুল মালিক জাকা, টাওয়ার হ্যামলেটস এর সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি আবদুল কাদের তাপাদার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক জৈন্তা বার্তা’র সম্পাদক ফারুক আহমদ,দৈনিক আলোকিত সিলেট এর নির্বাহী সম্পাদক গোলজার আহমদ, সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের সভাপতি এইচ এম আব্দুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী। শুরুতে স্বাগত বক্তব্য দেন রশীদ আহমদের ছোট ভাই হাফিজ সাইদ আহমদ। কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক জাহিদ হাসান। অনুষ্ঠানে মাওলানা রশীদ আহমদের  আরও দুই ভাই জামিল আহমদ, শাকির আহমদসহ দীর্ঘদিনের সহকর্মী শুভানুধ্যায়ী সাংবাদিক-লেখকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।  

প্রধান অতিথি সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী তাঁর বক্তব্যে বলেন,এডভোকেট মাওলানা রশীদ আহমদ ছিলেন সত্যিকার অর্থেই একজন সমাজচিন্তক। একটি অঞ্চলকে প্রতিনিধিত্ব করার ইচ্ছা থেকেই গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি একজন ভালো লেখক ছিলেন। তাঁর অনেক বই ছিলো। তার কিছু কল্যাণমুলক কাজ ছিলো। তাঁর স্মৃতিকে ধরে রাখার যে প্রয়াস তাঁর ভাই ও পরিবারের সদস্যদের,তা প্রশংসার দাবী রাখে। তিনি তার প্রতিষ্টিত মাদরাসা পত্রিকাসহ সবকটি প্রতিষ্ঠান রক্ষায় একটি ফাউন্ডেশন করার উপর গুরুত্বরোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন তাঁর বক্তব্যে বলেন, এডভোকেট মাওলানা রশীদ আহমদ ছিলেন বহু গুণে গুনান্বিত এক মানুষ। সমাজসেবায় যিনি একাধিক উদাহরণ রেখে গেছেন। তাঁর লেখাসহ সবকিছু সংরক্ষণে উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে পারিবারিক উদ্যোগ সবার আগে প্রয়োজন। কারণ তিনি এ পরিবারটিকে অনন্য উচ্চতায় রেখে গেছেন।

মাওলানা ইসহাক আল মাদানী তাঁর বক্তব্যে মাওলানা রশীদ আহমদের কল্যানমুলক কাজের চিত্র তুলে ধরে বলেন তিনি ছিলেন লেখক, আইনজীবী,আলেম,সমাজচিন্তক। তাঁর সকল ভালো কাজ কাছ থেকে দেখার এবং এক সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তিনি মানুষের জন্য বেশী চিন্তা করতেন। নারী শিক্ষার জন্য যে মাদরাসা চালু করেছিলেন সেটি টিকিয়ে রাখার জন্য তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি আহবান জানান। 

টাওয়ার হ্যামলেটস এর সাবেক ডেপুটি মেয়র ও মরহুমের ছোট ভাই অহিদ আহমদ তাঁর বক্তব্যে মাওলানা রশীদ আহমদের রেখে যাওয়া স্মৃতি রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করার কথা বলে উল্লেখ করে বলেন,যিনি বিলেতে একটি প্রতিষ্টিত অবস্থানে ছিলেন। সেই অবস্থান ছেড়েই দেশের মানুষের কল্যাণের জন্য এসেছিলেন। আমাদের মরহুম পিতার মতো তিনি অনেক খেদমত রেখে গেছেন। সে গুলোকে টিকিয়ে রাখার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করব। 

উল্লেখ্য, গত ২৩ আগস্ট এডভোকেট মাওলানা রশীদ আহমদ ইন্তেকাল করেন।

সভাপতির বক্তব্যে মরহুমের বড় ভাই অবসরপ্রাপ্ত পাইলট আবু নসর খলিল আহমদ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের পরিবারের প্রতি আপনাদের ভালোবাসায় আমরা মুগ্ধ। ভাইয়ের সকল কাজ ও স্মৃতিকে ধরে রাখার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে । আমার ভাইয়ের জন্য- আমাদের সকলের জন্য দোয়া কর‌বেন ।