‘মুক্তি সংগ্রামী এক বীরের গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন 

‘মুক্তি সংগ্রামী এক বীরের গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন 
বাংলাভাষী ডেস্ক:এক সময় মুক্তিযোদ্ধারা থাকবেন না। তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পাওয়া গেলে সেটি হবে বস্তুনিষ্ঠ। এজন্য স্বাধীনতাযুদ্ধের বীরত্বগাথা সংরক্ষণের উপর সবাইকে গুরুত্ব দিতে হবে। যেভাবে বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূরের যুদ্ধ দিনের স্মৃতি গ্রন্থিত হয়েছে‘মুক্তি সংগ্রামী এক বীরের গল্প বইয়ে। এই গ্রন্থ মুক্তিযুদ্ধে মৌলভীবাজারের ইতিহাসকে সমৃদ্ধ করবে। দেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মের কাছে ঐতিহাসিক দলিল হিসেবে ভ‚মিকা রাখবে।
সোমবার রাতে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূরের মুক্তিযুদ্ধের স্মৃতি সংবলিত গ্রন্থ ‘মুক্তি সংগ্রামী এক বীরের গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্যে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। 
 বাংলাভাষী মিডিয়ার উদ্যোগে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল এর সভাপতিত্বে এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ রুমেল আহমদ এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনে সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুন নূর, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহ শাহেদ আলী, প্রবীণ শিক্ষয়িত্রী মায়া ওয়াহেদ, মৌলভীবাজার চক্ষু হাসপাতালের সাধারন সম্পাদক ডা. মহসিন আহমদ চুন্নু, বিশিষ্ট সাংবাদিক আকমল হোসেন নিপু, মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, কাউন্সিলর কবি পুলক কান্তি ধর, পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট পার্থ সারথী। শুরুতে গ্রন্থের পরিচিতি তুলে ধরে বক্তব্য রাখেন বইয়ের লেখক মো. ফয়ছল আলম।