মুক্তিযুদ্ধ

মুক্তিযুদ্ধ


   শাহারা খান 
  
পাক হানাদারের কবল থেকে
দেশকে করতে শত্রু মুক্ত।
বাংলা মায়ের দামাল ছেলে,
দিলো বুকের তাজা রক্ত।

২৫শে মার্চের কালো রাতে,
নির্বিচারে চালালো ওরা গুলি।
কত মা হলো স্বজনহারা,
সেকথা কেমনে ভুলি।

কত বোনের ইজ্জত কেড়ে,
এরা করলো অবাধে ধর্ষণ।
যুদ্ধ করে স্বাধীনতা আনা,
এ’যে বাঙালীর সেরা অর্জন।

হায়েনার দল আগুন লাগিয়ে,
পুড়িয়েছে কত গ্রাম,শহর।
সে সব দৃশ্য মনে হলে,
আজো জ্বলে উঠে অন্তর।

লাল সবুজের পতাকা আজ,
উড়ছে বাংলার আকাশে।
মুক্তিযোদ্ধার অবদান তাই,
হবে না কভু ফ্যাকাসে।

শ্রদ্ধা ভরে করি স্মরণ,
সকল বীর মুক্তিযোদ্ধার কথা।
তাদের স্মৃতি রাখবো ধরে,
দেবোনা দিতে কভু তা বৃথা।