মেঘ বালিকা

মেঘ বালিকা

নিপুন দাস

বলি,এই যে; কেউ কি শুনছো?
একটা কবিতা লিখবে
আমার জন্য? 
লিখবে একটা কবিতা?
যার প্রতিটি লাইনের উষ্ণ ভালোবাসা-
মুছে দেবে আমার সব মন খারাপের স্মৃতি চিহ্ন!
ফুলের পাপড়ির মত শুকিয়ে যাওয়া আমার আশাগুলোকে-
প্রেমের পরশে করে তুলবে শিশির ভেজা শিউলি ফুল !
আমার জন্য একটা কবিতা লিখবে ?
যার প্রতিটি ছন্দ হৃদয় ছোঁয়া সুর হয়ে-
 ভুলিয়ে দেবে আমার ফিরে না  আসা বিকেলগুলোর ,
গোধূলি মেশা স্মৃতি।
হাতে হাত রেখে অনেকটা পথ হেঁটে যাওয়ার -
সেই ভুলতে না পারার মূহুর্তগুলো !
আমার জন্য একটা কবিতা লিখবে ?
যার প্রতিটি শব্দ -
রঙীন প্রজাপতি হয়ে উড়ে বেড়াবে আমার মনমরা আকাশ জুড়ে !
আর , মাঠে খেলায় মগ্ন শিশুদের গাল ছুঁয়ে -
আমার কাছে বয়ে আনবে-
আমার হারিয়ে যাওয়া শৈশবকে !
একটা কবিতা লিখবে আমার জন্য ?
যার প্রতিটি কথার ভাবনা -
বাস্তবের আয়না হয়ে আমাকে দেখিয়ে দেবে -
আমার ভুলে ভরা বর্তমানটাকে !
কিংবা হঠাৎ কালবৈশাখী হয়ে -
এক ঝটকায় আমাকে আছড়ে ফেলবে কঠিন বাস্তবের ওপর !
চিনিয়ে দেবে ঠিক ভুলের হিসেব মেলানো -
আমার অতীত মানচিত্রটাকে !
একটা কবিতা লিখবে আমার জন্য ?
যার প্রতিটি অন্তমিল -
সুর হয়ে বাজতে বাজতে , বাতাসে দোল খেতে খেতে-
মিশে যাবে দূরের ঐ ঝাউ পাতার সাথে !
কিংবা কোনো ঘুমপাড়ানি গান হয়ে -
একটু ঘুম পাড়িয়ে দেবে আমার অস্থির মনটাকে !
আর, গভীর রাতের স্বপ্নে -
এক জোৎস্না ধোয়া পরী হয়ে -
আমাকে আলতো ছোঁয়া দিয়ে বলবে -
অ্যাই, দ্যাখো আমার দিকে ?
আমি তোমাকে অনেক ভালোবাসি।
কেউ কি সত্যিই আমার জন্য লিখবে একটা কবিতা?? 
যার নাম হবে মেঘ বালিকা....