মাঝি 

মাঝি 

গোলাম কিবরিয়া ( শরীফ)

অন্য কোথাও ;অন্য কোনও -

পাল তোলা নৌকায়, 

সওয়ার হয়েছে স্বপ্নের রাজা। 

এখনো বিভোর মাঝি -

জানেনা , ওপারের পথে কতো বাধা। 

ঢেউয়ের তালে পৌঁছে যাবে সীমানায়, 

অথবা তৃষ্ণার্ত আত্মার তৃপ্তি পূরন । 

ফুলশয্যার ফুলে অতৃপ্ত মাঝি -

হাসপাতালের বেডে, শেষ শয্যায় -

কোনও অপরিচিতা নারীর ক্যানেলায় 

তৃপ্তি খোঁজে, জীবন বোঝে। 

বাঁচতে চেয়েও, বেঁচে যায় জীবন থেকে। 

একটা বড় দীর্ঘশ্বাস.... 

তারপর হিসেব নিকাশ। 

চলো যাই, স্বর্গের কোনও দ্বারে -

প্রসারিত বাহু আর প্রশস্ত আকাশ নিয়ে -

হয়তো বসে আছে অন্য কেউ...