মন তুমি কার

মন তুমি কার

মধুমিতা বসু সরকার

( কলকাতা ) 

আজ আর কোনও শব্দবন্ধ রেখোনা 

কোনও কমা, কোনও যতি, পুর্নচ্ছেদ নয় 

এসো মুখোমুখি বসি, আবহ অন্ধকার,

বেহাগের মৃদু আলাপে, তোমায় ছুঁতে চাই,

 

অলঙ্কার বাড়তি মনে হয়, খুলে রাখো সব,

কানপাশা, সাতনরি হার, পায়ের নুপূর সখী। আমার করুন আকুতি, 

এ অভিসার শুধু তোমার আমার একান্তচারী 

আবহ অন্ধকার,,

দেখ, আত্মার ও নিজস্বতা আছে,

সে আত্মহনন জানেনা,

অবিনশ্বর, আমি কেবল তোমার আত্মাকে ছোঁব আজ,

তোমার বুকে কান পেতে রাখি,

মুহুর্ত, পল, অনুপল পার, 

শুনি সমুদ্রের উথাল,পাতাল ঢেউ এর গর্জন 

অর্জন 

নিরুক্ত জমা কথার পাহাড়। 

আর কিছু অগোছালো খুচরো অনুভব 

তুমি কেন বল হতোদ্যম পুরুষ আমি,

ব্যর্থ মনোরথ ? 

আমি যদি বলি তোমার শরীরের সূচাগ্র জমি 

আমি কাউকে দেবনা, আবাদ হবেনা, আমার জেহাদ, 

তুমি কি বলবে না 

মন তবে কার?  

বলো বলো অমলকান্তি, আমার চোখে চোখ রাখো

সত্যকথন.. 

মন তুমি কার ? 

আজ অমলকান্তি তুমি নিকষ অন্ধকার 

আজ আমি শুধু যাপন তোমার -

মন তুমি কার?  

শুধু ই কি আমার নাকি তোমার ?