মনঘড়ি

মনঘড়ি

বকুল আশরাফ

ঘড়িটা সময়ের বাইরে চলে গেছে,

এহাত ওহাত ঘুরে অফুরন্ত সময় হয়ে

এমন যুগে এসে পড়লো যেখানে এখনো

ঘড়ি আবিষ্কৃত হয়নি।

পরীক্ষার পৃষ্ঠা জুড়ে ঘড়ির চোরাকাঁটা

টিক টিক শব্দ তুলে আবার থেমে থাকে

এখনো আদিম হিসেবে সূর্যের চারপাশ

ঘুরে বেড়ায় পৃথিবী।

গাছের ছায়া বেড়ে গেলে পাখিরা ঘরে ফেরে 

কোন কালেই পাখিদের ঘড়ি ছিল না, নেই।

তবুও সময় উড়ে চলে, পাখি হয়, গাছ হয়

সন্ধ্যাতারা হয়।

হাতের ব্রেসলেট ঘড়ি হয়ে গেলে তৃপ্তির

ঢেউ এসে আছড়ে পরে প্রেমিকের মুখে

সময় তখন দূরে নির্বিকার স্থির হয়ে যায়

ঘড়ির প্রয়োজন বাড়ে।