মনভ্রমর

মনভ্রমর

শামরুজ জবা

আমার ঘরের দরজাতে কেন?

ইচ্ছে হলে দেখে যেতে পারো 

কত যত্নে আছো এই বুকে;

আমার হয়ে এসো - প্রিয়তম 

জীবন কাটে কাটুক, 

শূন্য রিক্ত হাতে, খালিপেটে ধুঁকে ধুঁকে। 

তুমি শুধুই আমার হবে শুধুই আমার 

ধরো; 

পেতেছি তো আমি এই বুক 

খুলে দিলাম মনের যতো দ্বার 

রেখে দিও ভালোবাসা 

যত খুশি দিতে পারো ধার। 

তোমায় আমি ভালোবাসি ঢের

বুঝবো যখনোই ভুল 

তোমার জন্য বুকের ভেতর 

ফোটাবো অজস্র ফুল। 

ভালোবাসো আর নাই বাসো 

শুধু এইটুকু মনে রেখো, তোমাকে কতটা ভালোবাসি, নিজেকে প্রশ্ন করে দেখো।

তোমার নামে লিখবো দিন

তোমার নামেই রাত, 

মনের ডাইরি মাথায় রেখে

যাক না চলে জাত।