মনের সাথে যুদ্ধ

মনের সাথে যুদ্ধ

রাসেল আহমেদ সাগর 

আকাশ টা মেঘাচ্ছন্ন 

ল্যাম্পপোস্টের আলোয় চেহারাটা বিবর্ণ  

ঝিরিঝিরি হাওয়ায় দেহ শীতল 

বুকের ভীতর যুদ্ধে চূর্ণ-বিচূর্ণ । 

ঢাল-তলোয়ার বিহীন যুদ্ধ 

হৃৎপিণ্ডটা বেসামাল, 

সত্য মিথ্যার যুদ্ধে কে হবে জয়ী  

কে আছো যুদ্ধটা দেবে সামাল। 

মিষ্টিমুখের হাসির জন্য 

মহা যুদ্ধের ঘোষণা, 

একটু ভালবাসা দিলেই হয়তো 

শান্তি চুক্তির সূচনা।

হরতাল অবরোধ চলছে 

দাউদাউ জৃলছে আগুন, 

চোখের জলে নিবেনা 

অবস্থা টা সত্যি করুণ। 

ভীষণ ক্ষিপ্ত রাজামশাই হৃদপিণ্ড  

কলিজা সেনাপ্রধান, 

বাকী সব সৈনিক শান্তি চুক্তির 

বারবার করে আহবান। 

মগজে কারফিউ শিথিল 

বিরহের হাতে প্রেমের সাম্পান, 

একবার বলো ভালোবাসি 

নিমিষেই সব কিছু হবে সমাধান।