মহান মে দিবস 

মহান মে দিবস 

রাসেল আহমেদ সাগর 

মে দিবস সফল হোক  
চলছে শুধু স্লোগান, 
শ্রমিক মরে না খেয়ে 
মালিকে খায় রান। 

মাস শেষে যা মজুরি হয় 
তাতে চলা দায়, 
তারপর ও বেজার মালিক 
আর কিছু কম নি দেওয়া যায়। 

কে দিবে ভাই শ্রমের মূল্য 
দেখার কেউই নাই, 
মে দিবস আসলে মোরা 
শুধুই লিখে যাই। 

নবী বললেন মজুরি দাও 
ঘাম শুকানোর আগে, 
মহাজন তা না বুঝে 
পালিয়ে বেটা ভাগে। 

মে দিবসে মালিক শ্রমিক 
সবাই শপথ করি, 
ন্যায্য পাওনা দেবো তুলে  
করবা চল-চাতুরী।