মুহাম্মদ মোবারক

মুহাম্মদ মোবারক

রুবিনা সুলতানা 

আশিকানার সুপ্ত গুলশানে  

তুমি আরব কুসুমকলি

তপ্ত বালুকাময় মরুভূমিতে

তুমি তৃষ্ণার্ত জলের আর্তি।

বিকশিত হলে তুমি, বিশ্ব নবী 

পাথরের দেশে দুষ্প্রাপ্য মতি

বেদুঈন পথিক ছিল দিশেহারা 

অস্তিত্বের খোঁজে পত্র নথি । 

আসমানে আলোকিত সারা

এক কল্যাণময় স্বাগত পয়গাম 

অংশীদারির পৃথিবীতে হল জারি

আল্লাহর একাত্ববাদের ফরমান। 

এসেছিলে তুমি উজ্জ্বল কিরণ

প্রস্ফুটিত ফুলে সজ্জিত ভূবণ

কুঠারাঘাত হল মুশরিকের তল্লাট

চারিদিকে প্রোথিত জয়ের নিশান।

 

ঘুচে গেল ভেদাভেদ উঁচু নিচু 

মানুষ মোরা সবে মানবতার বন্ধু  

সেই থেকে পূর্ণ হল জীবন বিধান 

কায়েম হল শান্তির ধর্ম ইসলাম।