যুক্তরাজ্য প্রবাসী শেখ শামসুল ইসলাম এর তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন

যুক্তরাজ্য প্রবাসী শেখ শামসুল ইসলাম এর তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন

বাংলাভাষী ডেস্ক

গত মঙ্গলবার ২১/১২/২০২১  ইস্ট লন্ডনের গ্রেটক স্টেইটের মাইক্রো বিজনেস সেন্টারে শেখ রিহান উল্ল্যাহ মুন্সী মেমোরিয়াল ট্রাস্ট ইউকে এর উদ্যোগে গীতিকার, সুরকার , কথাসাহিত্যিক  লেখক সংগঠক রাজনীতিবিদ, কমিউনিটি ব্যাক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী কবি শেখ শামসুল ইসলামের কবিতাগ্রন্হ ভালোবাসার স্মৃতি গীতিকাব্য ,আসা যাওয়া ভবের খেলা ও প্রবন্ধ সংকলন গ্রাম বাংলার রুপকথা ও জীবনের গল্পের মোড়ক উন্মোচন অনুষ্টানের আয়োজন করা হয়

 যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সভাপতি ডক্টর সামছুল হক চৌধুরীর সভাপতিত্বে ও এ কে এম আব্দুল্লার সন্ঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস বারাগ স্পিকার মোঃ আহবাব হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস বারাগ ডেপুটি স্পিকার জেনেট রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের কাউন্সিলর সাবিনা আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর ও কবি শাহ সুহেল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা আবুল কাশেম খান  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতার বাংলার ডাইরেক্টার বাবুল ভাই উপস্থিত ছিলেন  বিলেতের প্রবীণ সাংবাদিক নাহাস পাশা আরো উপস্থিত ছিলেন যাকে ঘিরে তিনটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্টান তিনটি বইয়ের প্রনেতা কবি শেখ শামসুল ইসলাম। উপস্থিত ছিলেন  কবি ও নাট্যকার


 তিনটি বইয়ের আলোচক মুজিবুল হক মনি প্রথমে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান
 শেখ রিহান উল্ল্যাহ মুন্সী মেমোরিয়াল ট্রাস্ট ইউকে এর সহসভাপতি শেখ কামাল হোসেন ও শেখ জাহাঙ্গীর আলী তিনটি বইয়ের প্রনেতা কবি শেখ শামসুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও ক্রেস্ট প্রধান করেন শেখ রিহান উল্ল্যাহ মুন্সী মেমোরিয়াল ট্রাস্ট ইউকে এর সহসভাপতি শেখ কামাল হোসেন ও শেখ জাহাঙ্গীর আলী কবিকে দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপ এর পক্ষ থেকে ক্রেস্ট প্রধান করেন আকলাক হোসেন ও আনুয়ার আলী ও পরে কবি শেখ শামসুল ইসলামের স্বরচিত তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয় কবির ভালোবাসার স্মৃতি বই থেকে কবিতা পাঠ করেন কবি  ও বাংলাভাষী প্রতিনিধি শাহারা খান ,কবি আছমা মতিন ,কবি হাজেরা কোরেশি অপি, প্রবীণ কবি জবেদ আলী 
বক্তব্য রাখেন শেখ রিহান উল্ল্যাহ মুন্সী মেমোরিয়াল ট্রাস্টের সহসভাপতি শেখ কামাল হোসেন দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের উপদেষ্টা আকলাক হোসেন


বিশ্বনাথ ডেভেলপমেন্ট সোসিয়াল ট্রাস্ট ইউকে এর সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া  যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ কবি এম মোসাইদ খান
 যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল বাছির যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি আবু বক্কর খান যুক্তরাজ্য উদীচী শিল্পী গুষ্টির সভাপতি নুরুল ইসলাম বেতার বাংলা শ্রোতা ফোরামের সাবেক সভাপতি আবুল কালাম যুক্তরাজ্য কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ আলী যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিলু মিয়া হারিক কামালি সৈয়দ বেলাল তারেক চৌধুরী আবুল হোসেন শামসুল হক শাহ এম আর বেলাল বক্তারা বলেন তিনটি বইয়ের প্রনেতা কবি শেখ শামসুল ইসলাম প্রবাসে থেকে তিনটি বই বাহির করেছের এটা বড়ো কঠিন ব্যায়াপার একটি বই বাহির করতে অনেক কষ্ট হয় আর তিনি বাহির করেছেন তিনটি বই একসাথে সত্যিই গর্বের বিষয় আরো বলেন আধ্যাত্মিক  জ্ঞান ছাড়া কেউ কবি হতে পারে না এটা আল্লাহর দান 
কবি শেখ শামসুল ইসলাম দিনে কাজ করতেন রাত্রে লেখালেখি করতেন লেখালেখি করার সময় তিনি ওয়াইফের সাপোর্ট পেয়েছেন 
তার একমাত্র মেয়ে শেখ ফারজানা ইসলামের সাপোর্ট পেয়েছেন কৈশোর বয়স থেকেই কবি শেখ শামসুল ইসলাম রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিকতার সাথে জড়িত ছিলেন কবির জীবনী নিয়ে আলোচনা করেন সমাজ সেবক সংগঠক শিক্ষানুরাগী দানবীর সালিশ ব্যাক্তিত্ব অনলাইন মিডিয়া ব্যক্তিত্ব আরো কমিউনিটির গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন 
 কবি বলেন ,আমার ভালোবাসা আমার প্রতি যাদের আন্তরিকতা ছিল তাদেরকে অমিক্রন ও কো বিড নাইন্টিন আটকে রাখতে পারেনি।
 বিলেতের কবি সাহিত্যিক কলামিস্ট সাংবাদিক রাজনীতিবিদ সামাজিক সংগঠনের সদস্যবৃন্দের উপস্থিতিতে একটি প্রানবন্ত অনুষ্ঠান হয়েছিল ।