যৌতুকের বলি

যৌতুকের বলি
আইরিন মনীষা
আকাশে বাতাসে আজ সঞ্চারিত
অকাল মৃত্যুর ঢেউ,
যৌতুকর বলি  হাজারো নারী
রাখেনা খবর কেউ।
পিতা মাতা আপনজন ছেড়ে
পরের ঘরে যায়,
যৌতুক নামক পণের কাছে
মৃত্যু পিছু ধায়। 
স্বামী হবে সংসার হবে
দেখবে সুখের মুখ,
স্বপ্ন তার স্বপ্নই থাকে
দুঃখে ভাসে বুক। 
স্বামীর ঘরের আদর সোহাগ
জুটেনা কপালে তার,
অত্যাচার নির্যাতনে ক্লান্ত হয়ে
বাড়ে দুঃখের ভার। 
পণের টাকা যোগাড় করতে
নিঃস্ব কত পরিবার,
সমাজের চোখে আঙুল দিয়ে
দেখাচ্ছি তারে বাববার।
চাইনা কোনো আর আহাজারি 
চাইনা ঝরুক প্রাণ,
মানবিকতা আজ উঠুক জেগে
রাখতে মনুষ্য মান।