যাপন

যাপন

রাশিদা তিথি

কর্মব্যস্ত জীবনের ধূসর গ্লানি

দিনপ্রান্তে ঘরে ফেরা জানি

অমিলিত হিসাব-নিকাশ

ক্লান্তিতে স্থির আধগ্লাস জল ।

রাত-ভোর ঘুম আর 

ঘুম ভাঙা, ছন্দের মতো 

ঘুরেফিরে ফাঁকে এসে পড়া

এক সুগভীর বেদনায়,

কিছুতেই মেলানো যায় না

জীবনের লেনাদেনার ভাগ!

বিপুল আকাশে

একফোঁটা নীল নেই কোথাও

জ্যোৎস্নাস্নাত একখণ্ড চাঁদ

ঢেকে যায় এই মুখের রেখা,

আধোরাতে তোমার গন্ধ

নিয়ে আসে এলোমেলো হাওয়া।

কর্কশ কোলাহলে চলে

উজাড় জীবনের আদুড় যাপন,

উভয়ের মাঝে অনতিক্রম্য পথ 

এই পর্বে সান্নিধ্যের চেয়ে 

বিরহের তুমুল আস্ফালন।