যৌবন

যৌবন


 শাহারা খান 
  
ওরে মিছেমিছি সময়টা,
করিস নারে অবহেলা।
যৌবনটারে কাজে লাগা,
দেখ যাচ্ছে চলে বেলা।

টিকেট কিন্ত সঙ্গে নিয়ে,
এসেছি সবাই এই ধরায়।
খেয়ার কড়ি না থাকলে,
পরকালে হবে কি উপায়?

রূপ যৌবন সবই মিছে,
ঈমান আমল সঙ্গী রবে।
টাকা পয়সা জমি জমা
সব ছেড়ে যেতে হবে।

আশে পাশে রয়েছে কত,
অনাহারী আর অসহায়।
পরের তরে হাত বাড়ালে,
তুই শান্তি পাবে জানটায়।

মন্দ কাজ পরিহার করে,
কাটাও যৌবন ভালো পথে।
রোজ হাশরে পার পাবি,
ঠাঁই হবে তোর জান্নাতে।