রাক্ষুসে প্রেম

রাক্ষুসে প্রেম

মোঃসেলিম মিয়া 

দখিনা বাতায়ন দৃশ্যপটে দু'নয়ন, 

শান্ত করিতে মন পুলকিত আচরণ! 

 চাহিয়া অপলক দৃষ্টি 

দিগন্ত জুড়ে বায়, 

মনের অগোচরে মন আল্লাদে চমকায়!

বটবৃক্ষ খানি মর্মর মর্মর ধ্বনি তুলে পাতা 

বায়ু শন শন খানি

 হৃদয়ে ব্যাকুলতা!

রাখালের বেণু সুর তুলে ধেনু

তবলার তালে নাচে মন 

 হৃদয় জুড়ায় পানি।

কলশী কাকে বঁধুয়া যায় ঘাটে

জল আনতে হায় নূপুর পায়ে ধ্বনি। 

অঙ্গ ভেজা শাড়ি লেপটে ধরে তাহারি বাহু দুই খানি,

লজ্জায় রাঙা বধু শাড়ির আঁচলে চেপে মুখ 

ঢাকে আত্ন সম্মান হানি।

লজ্জায় গদ গদ ডাগর নয়ন বানে 

দুর দুর কাঁপে মন সংশয় আনে।

রাক্ষুসে প্রেম জাদু প্রশ্ন বিদ্ধ মন

লজ্জার মাথা কাটা জাগে শিহরণ!!!