রাংতায় মোড়ানো জীবন

রাংতায় মোড়ানো জীবন

নাসরীন জামান

না পাওয়ার যন্ত্রণাগুলোর যে চিত্র বিচিত্র রূপ, 
যে একাকীত্বের বোঝাপড়া, যে কষ্টের ধারাপাত,
এ যন্ত্রনা যে ভুগেছে সেই বুঝেছে
কথার ভাঁজে ভাঁজে অভিনীত জীবন তার কতটাই,
হাসির আড়ালে জীবনদহন তার যতটাই।

একটা নাটকের সংলাপে দুঃখ সুখে জীবন দোলে
দেয়ালে ঝুলানো ঘড়ির পেন্ডুলামের মতোই।
একটা জীবনের চালচিত্রে জীবনও মিথ্যে বলে
ভালো থাকার প্রলেপ মাখানো কথায়।
সে জীবন যে রাংতায় মোড়ানো বর্ণহীন জীবন।

ভদ্রতায়, সভ্যতায়, চটকদারী কথার কারিশমায়,
হাসির হিল্লোলে ফুলঝুরি ছোটা নান্দনিকতায়
ঢাকা পড়ে যায় তার সাদা-কালো ইতিহাস।
ভুলের ফুলগুলো তখন পাপড়ি দোলায়
অঝোর বৃষ্টির নোনা জলের স্পর্শকাতরতায়।

যে জীবনে প্রেম আসে নদী ভাঙনের মতো,
বারুদের মতো, ভাগাড়ের খোলামকুচির মতো,
মাটিতে আছড়ে পড়া বজ্রপাতের মতো,
সে জীবনের অভিধানে আর যাই থাক সুখপাখি
সুখ থাকে না কোথাও একচিলতেও।