রূপান্তরিত মানুষ

রূপান্তরিত মানুষ

শহিদ মিয়া বাহার

মানুষ আর পশু একই কলোনী,আবাসিক গোলক-বৃত্তে বসবাস

কিছু কিছু পশু সোবহেসাদেক ভোলেনা

জায়নামাজে কপাল ঘষে ঘষে কালো যতি চিহ্নে পাল্টে দেয় মানুষের প্রকৃত পৃথিবী

কিছু কিছু মানুষ জীবনের মাইথোগ্রাফি ভুলে যায় 

কিছু কিছু মানুষ পরিবর্তনের দমকা হাওয়ায় একটি মাংসহীন শামুকের খোলসে রূপান্তরিত হয়।

যে মানুষ ক‍্যাকটাস চোখে মানুষের মোনালিসা পেশি ছিন্নভিন্ন ছিড়ে খায় 

কী আশ্চর্য ---!

তাকেই দেবতা ভজন

জিকিরে জিকিরে আশরাফুল-মাখলুকাত।

স্বয়ং বিধাতা জানেন

মানুষ আর সমুদ্র-বিশালে ব‍্যাবচ্ছেদ থাকতে নেই

অথচ আমরা মানুষ 

একটি জ‍্যান্ত নেকড়েকেও হার মানিয়ে

রূপান্তরিত হতে হতে মুছে ফেলি মানুষের নাম!