রোমান্টিক বৃষ্টি

রোমান্টিক বৃষ্টি

হাসান ফরিদ

বৃষ্টি নামছে তো নামছেই,

থামছেই না

ক্লান্তি নেই একটুও কিছুতেই...

ভেজা ভেজা বৃষ্টি 

পেঁজা পেঁজা বৃষ্টি

রোমান্টিক বৃষ্টি

ঠাণ্ডা বরফি ঠোঁট ছুঁইয়ে ছুঁইয়ে যায়

কবিতার শরীরের বনেদিপনা ডুমুর গন্ধ

উড়নচণ্ডী বাতাসে মিশে মিশে

প্রেমিকার কপতাক্ষ চোখ ধুয়ে ধুয়ে যায়।

ছেঁড়া ছেঁড়া বৃষ্টি

মুখ ভার বৃষ্টি

অভিমানী বৃষ্টি

গাল ফুলিয়ে ফুলিয়ে অঝোর ধারায়

একটানা কেঁদে যায়।

বুঝি তার প্রিয় কেউ এই এসে

একটু দুষ্ট ভালো না বেসে

ঠিক এখনি পালায়।

মিষ্টি মিষ্টি বৃষ্টি

অনাসৃষ্টি বৃষ্টি

জলবধূ বৃষ্টি

ঘোমটা ফেলে নাইওর সেজে

শান বাঁধানো ঘাট থেকে নেমে নেমে ধায়

বিলাসী বৃষ্টি অবিনাশী থাবায়

কার পা থেকে আলতা জাবড়ায়।