লুকোচুরি

লুকোচুরি


      ----- শামরুজ জবা 

বেদনায় সুখ গুলো কেবলই পাথর 
ভাবনায় মেঘ, দু'চোখে অশ্রুর সমাহার,
চেনা- জানা পথ সহসা ঝাপসা
       অথবা মেরুশীতল গাঢ় অন্ধকার!

জানি, হারিয়ে যাব একদিন   
এই মাটি, এই বিশাল জন অরণ্য ছেড়ে
যেখানে জাগে না সৃর্য বা চাঁদ- 
    বহুবিধ আলোর সুকুমার হাত নেড়ে।  

হয়ত সেদিন আকাশে বুকে
আমাকে ভেবে তাকাবে না কেউ উদাসীন,
কোন এক তারার শরীরে মিশে-
  আমি থাকবো তোমার ভাবনায় চিরদিন।

মনে পড়ে-- বড় বেশি মনে পড়ে,
একদিন তুমি ছিলে অবারিত নীল আকাশ
কখনো আবীর, কখনো পাখি হয়ে-
   তোমার সীমান্তে আমার যাবতীয় উচ্ছ্বাস।

তুমি আজ বদলেছ অনেকখানি,
হও না উদাস যখন- তখন আমার ভাবনায়;
স্বপ্ন ভাঙার ব্যথা সমস্ত সাথে নিয়েই
           আমিও ডুবেছি কবিতার মোহনায়।

তবুও মাঝে মাঝে বুকের ভেতর
প্রগাঢ় দাগ কাটে তোমার ফেলে যাওয়া হাসি;
অশ্রু এসে দাঁড়ায় বিদগ্ধ চোখের প্রান্তে
        অস্ফুটে বলে মন, ভালোবাসি- ভালোবাসি।