লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সলের জন্মদিনে শুভেচ্ছা

লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সলের জন্মদিনে শুভেচ্ছা

নূরজাহান শিল্পী

বায়েজীদ মাহমুদ ফয়সল মননজাত স্বভাব বৈশিষ্ট্যময় জীবনশিল্পী। গভীর জীবনবোধ এবং আদর্শচিন্তা তাঁর ব্যক্তিত্বের পরিচায়ক। শব্দের দ্যোতনায় বাস্তবতার উচ্চারণে তাঁর চিন্তা শানিত আঁচড়ের মতো। সত্য এবং সুন্দরের জন্য তিনি নিবেদিতপ্রাণ কর্মবীর। সৃজনে ও মননে তিনি ধ্যানী ও ঐতিহ্যসন্ধানী।

বায়েজীদ মাহমুদ ফয়সল একাধারে লেখক, প্রকাশক ও সংগঠক। ব্যক্তির বহুমাত্রিক বিশেষণে তিনি গভীর পর্যালোচনাময় উদ্ভাবকসত্তা। নিত্য নতুন চিন্তার সমাহার তাঁর জৈবনিক প্রবাহকে করেছে গতিময় এবং আলোকসঞ্চারী। নিজস্ব নির্মাণ, সম্পাদনা এবং কারিগরি বিভায় তিনি উদারদীপ্ত প্রতিভা। তাঁর সৃষ্টিশীলতার আকাশ বিস্তৃত হয়েছে নানা পাখির মুক্ত ডানায়। এ পর্যন্ত যোগ হয়েছে সাতটির মতো মৌলিক গ্রন্থ। এছাড়াও আছে একক ও যৌথ সম্পাদনার মতো গুরুভার সৃষ্টিসম্ভার।

বহুমাত্রিক প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব বায়েজীদ মাহমুদ ফয়সল পাণ্ডুলিপি প্রকাশনের মতো একটি সৃজনশীল প্রকাশনা সংস্থার হাল ধরে রেখেছেন একুশটি বছর ধরে। বর্তমানে এই প্রকাশনা সংস্থা বাইশ বছরে পা দিয়েছে। পাণ্ডুলিপি প্রকাশন দেশ-বিদেশের লেখক, কবি-সাহিত্যিকদের মধ্যে যোগসূত্র স্থাপনে অনন্য ভূমিকা পালন করছে। এর পেছনে প্রধান ভূমিকা রাখছেন লেখক বায়েজীদ মাহমুদ ফয়সল। আমার 'কুম্ভ গহনে' কাব্যগ্রন্থটি এ প্রকাশনা সংস্থা থেকেই প্রকাশিত হয়েছে। দেশ-বিদেশের লেখকদের কাছে পাণ্ডুলিপি প্রকাশন একটি সুপরিচিত নাম। বাস্তব কর্মদক্ষতা এবং নিষ্ঠার মাধ্যমে তিনি প্রকাশনা জগতে অনন্য স্থান করে নিয়েছেন।

জীবনভাবুক এ গুণী ব্যক্তিত্বের আজ শুভ জন্মদিন। জন্মদিনে তাঁর প্রতি অবারিত ও ফুলেল শুভেচ্ছা। সৃষ্টিঝংকারে আলোকিত হোক তাঁর মননজগত। শুভ জন্মদিন সুহৃদ।
--------------------------
নূরজাহান শিল্পী
কবি ও সমাজকর্মী