লড়াই

লড়াই

বিপ্লব সাহা

মাধুকরী পেন্ডুলামের ত্রি-নয়নে

কাকডাকা ভোর হতে সূর্যাস্তের মহামিলনে

তবুও বন্ধু লড়াইটা যে করতেই হয় জীবনের ময়দানে। 

চেতনার ধ্বজা টেনে 

অবিরাম বয়ে চলে যে কালের মৃদঙ্গ,

শাশ্বত চিন্ময়ের মাঝে মৃন্ময়ী রসায়ন

সেতো পরম প্রকৃতির নিখাদ অভিযোজন।

উড়ন্ত যৌবনের তেজ

উচাটন মন সরোবরে আশ্বিনী বাণে

মুহুর্তেই ভূপাতিত - সকরুণ অশ্রুপাত বিধিবামে।

কাঁটা ঘেরা বন্ধুর পথে

কৌশলী চক্রব্যুহ ভেঙে 

সম্মুখ সমরে যদি হয় দেহবসান

তবুও বন্ধু লড়াইটা যে করতেই হয় জীবনের ময়দান।