শিক্ষা

শিক্ষা



মোঃ নাহিদ হাসান মজুমদার

এখানে আমি প্রথা অনুযায়ী শিক্ষা এবং স্কুল কলেজের
বাহিরে হাতে কলমে শিক্ষার কথা বলছি ; কেবলমাত্র
ডিগ্রির কথা নয় ?
জ্ঞানকে পরিকল্পনামাফিক ও অভিজ্ঞতার নিরিখে প্রয়োগ করলে তা হয় বিজ্ঞতা। বিজ্ঞতা সাফল্য নিশ্চিত
করে। আমি ব্যপক অর্থে শিক্ষার কথা বলছি। এই শিক্ষায় শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
একজন প্রকৃত শিক্ষকের প্রভাব চিরন্তন। বৃহৎ তরঙ্গ থেকে অজস্র ক্ষুদ্র তরঙ্গভঙ্গের মতো, তার প্রভাব সদাবিস্তৃত এবং বস্তুুতপক্ষে অপরিমেয়।
আমরা তথ্যের ভারে আকন্ঠ নিমজ্জিত, কিন্তুু জ্ঞান ও
বিজ্ঞতার অভাবে তৃষ্ণার্ত। শিক্ষা কেবল জীবিকা অর্জনের পথ নির্দেশ করে না, কিভাবে জীবন যাপন করতে হয় তারও শিক্ষা দেয়।
রবি ঠাকুর তার একটা লিখনিতে লিখেছিলেন, আমি
শিক্ষিত লোক তাকেই বলি যে সুশিক্ষায় দীক্ষিত সেই হলো শিক্ষিত।
প্রাতিষ্ঠানিক শিক্ষায় মানুষকে মনুষ্যত্ব গড়ার জন্য যথেষ্ট নহে, মনুষ্যত্বের জন্য জ্ঞানগর্ভের প্রয়োজন। আমরা অনেক সময় শিক্ষা ও জ্ঞানকে একত্রিভূত করে
ফেলি, আর এটা নিরেট অজ্ঞতার পরিচয় বহন করে।
শিক্ষা এবং জ্ঞান দু,টো দু,মেরুতে অবস্থায়িত