শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না: প্রধানমন্ত্রী

বাংলাভাষী ডেস্ক::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না। বিএনপি মনে করেছিল পদ্মা সেতু করতে পারবে না। কিন্তু আমরা করে দেখিয়েছি।

আজ মঙ্গলবার ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় রাখা বক্তৃতায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের সময় আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পাই।

২০০১ সালে পদ্মা সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করি আমি। খালেদা জিয়া ক্ষমতায় এসে মাওয়া থেকে পদ্মা সেতু হবে না বলে কাজ বন্ধ করে দেয়। আসলে বিএনপির ধ্বংস করাই তো চরিত্র।

প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ নিয়ে আরও বলেন, আমরা আবার সরকারে এসে দ্বিতীয়বার যখন পদ্মা সেতু নির্মাণ করতে গেলাম, আমাদের দেশের এক স্বনামধন্য ব্যক্তি সামান্য একটা এমডি পদের জন্য মামলায় হেরে হিলারি ক্লিনটনকে দিয়ে বিশ্ব ব্যাংকে নালিশ করলো যে পদ্মা সেতুর টাকায় দুর্নীতি হচ্ছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না।

তিনি বলেন, আমি যখন এই চ্যালেঞ্জ দেই (নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরি)। অনেকেই বলেছে, এটা সম্ভব না। এরকম খরস্রোতা পদ্মা নদীতে বাংলাদেশের টাকায় সেতু বানানো সম্ভব না। দেশ স্বাধীনের পর জাতির পিতা দেশে ফেরার পর অনেকেই জিজ্ঞেস করছিলেন, এরকম যুদ্ধবিধ্বস্ত দেশ, কোনো সম্পদ নাই-আপনি কীভাবে দেশ গড়বেন? জাতির পিতা তখন বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, সেই মানুষ দিয়ে আমি দেশ গড়বো। আমি সেই কথা মাথা রেখে, জাতির পিতার আদর্শ বুকে নিয়ে ঘোষণা দিয়েছিলাম।

প্রধানমন্ত্রী যোগ করেন, আমি জানি অনেক জ্ঞানী-গুণী মানুষ আমার সঙ্গে নাই, কিন্তু বাংলাদেশের মানুষ আছে। বাংলাদেশের মানুষ সাথে থাকলে যেকোনো অসাধ্য সম্ভব করা হয়।