শুধু ইচ্ছে করে

শুধু ইচ্ছে করে

হাসান ফরিদ

আমার শুধু ইচ্ছে করে

নদীর কাছে চলে যেতে

আমার শুধু ইচ্ছে করে

  নদীর মাঝেই মিশে যেতে...

  নদীর এখন যৌবন তুঙ্গে

  বুক ভরা দুগ্ধ জোয়ার ওঠে আর নামে

  বরষার বির্য্য জমে

  তলপেট হয়েছে দারুণ স্ফীত

  ডলফিন মাছের মতো

  মেহগনি কাঠের মতো

  রং ধরেছে,

  মহুয়া মাতাল উত্তাল দেহে

  কী টকটকে লাল ঋতু ভাঙে পাড় ভাঙে হৃদয় ভাঙে...

  প্রজনন মৌসুমি মেঘ ভেঙেভুঙে

  নদীর নিম্নাঙ্গে ভূমিকম্প হয়

  যুগল কামুক ঠোঁটের স্রোত

  সবুজ ইশারায় আমাকে যেন ডাকে,

নদী আমাকে কী দিতে চায় :

 মেঘ বৃষ্টি আছে

  ফল ফুল নাকি শস্যদানা

  নাকি মুক্তা মতি পান্না

আমি যে শুধু চাই

নদীর কাছে

    একরত্তি হৃদয়ের উষ্ণতা

যে উষ্ণতায়

ফোটানো যায় ডিম

  ছোটানো যায় বন্যা

 আর ঘটানো যায় বিপ্লব...

তাই আমার শুধু ইচ্ছে করে

     নদীর কাছে চলে যেতে

     আমার শুধু ইচ্ছে করে

     নদীর মাঝেই মিশে যেতে...