শান্তি কাহার কাছে আসে

শান্তি কাহার কাছে আসে

--গোলাম রববানী 

কে না চাহে বলো থাকিতে এখানে

চাহিলে কি যায় থাকা আর এপারে

তবু জীবন চলে যায় যে নিয়মের পরে

কিছু স্বপ্ন কিছু আশার ভেলার পিছে!

দিনের মাঝে দিন আলোর আঁচ লেগে

কভু কী হিম নিশিতে ভুলেও কাম জাগে!

এই আজব কারখানার আজব সংসারে

একি রঙ একি ঢংয়ে পিয়ানোর করুণ সুরে

নয়নে অশ্রু ভাসে সেথায় মনতো থাকে ডুবে 

অচিন পাখি কভু উড়াল দিলেই শান্তি আসে।

বুঝি শান্তি আসে বৃক্ষে শান্তি আসে বারিপাতে

দুনিয়ায় তরে শান্তি কবে কাহার কাছে আসে?

যে যার মত ছুটে ছুটে হয় সারা মন বলে তবে

কবে মিলনে সুখ জোটে মনের মানুষের সনে?

তবুও দেখি ছুটে চলে জলরাশি উপচে পড়ে

বাতাসের উপর বাতাস লেগে হাওয়ায় ছুটে

মন যে আমার কতো কথা নিরবে নিরবে বলে

এই দুনিয়ায় ডুগডুগি বাজায়ে কী সুর তোলে!

বলো কে না চাহে থাকিতে এখানে

বলো কে না চাহে চলে যেতে সেখানে

মাঝের সময়ে নদীর মতন বয়ে চলেছে

কখন কিভাবে জীবননদে চর পড়েছে