শাবির আন্দোলনে সংহতি জানিয়ে সিলেটে শিক্ষার্থীদের মানববন্ধন

শাবির আন্দোলনে সংহতি জানিয়ে সিলেটে শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাভাষী ডেস্ক:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সিলেটের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট এমসি কলেজ শিক্ষার্থী আব্দুর রাহিমের সভাপতিত্বে ও গোয়াইনঘাট সরকারি কলেজ শিক্ষার্থী তানজিল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী তোফায়েল আহমদ। 

এ সময় আরো বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থী আমিরুল ইসলাম আমিন, দক্ষিণ সুরমা কলেজের আখতার হোসাইন, লিডিং ইউনিভার্সিটির মোহাম্মদ বিপুল, মদনমোহন কলেজের সাকিব রানা, এমসি কলেজের সুরাইয়া পারভিন আঁখি, মামুনুর রশীদ, আল আমিন, নার্সিং কলেজের শিক্ষার্থী কুলসুমা, এমসি কলেজের জাহেদ জয় ও সালেহ আহমদ প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমসি কলেজের শিক্ষার্থী জাহেদ, শাহান, এইচএম সায়েম, জাওয়াদুর রহমান, মারজান আহমেদ, দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী জে.এ পাভেল, রাতুল চৌধুরী জয়, রনি দেব, মদন মোহন কলেজ শিক্ষার্থী মামুন আহমদে, সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী জাহিদুর রহমান, জালালাবাদ হোমিও কলেজ শিক্ষার্থী হাসানুল বান্না, আল আমিন, জাফর সারওয়ার, আবদুল হাফিজ, ইয়াসিন আরাফাত, আফজাল হোসেন, সরকারি টিচার্স ট্রিনিং কলেজ শিক্ষার্থী প্রদিপ কুমার, মুহিতোষ চক্রবর্তী, নান্টুস বিশ্বাস, টেকনিক্যাল কলেজ শিক্ষার্থী লাদেন বিন কয়েছ, মৌলভীবাজার কলেজ শিক্ষার্থী মোঃ কিবরিয়া আহমেদ সহ সিলেটের প্রত্যেকটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ।