শ্যাওলার ঘ্রাণ

শ্যাওলার ঘ্রাণ

কামরুন নাহার রুনু 

অজান্তেই......

বসন্ত রোদে পরাতে চেয়েছ শীতের চাদর

অগত্যা আমায় আর একটি ফিনফিনে শীতের 

অপেক্ষায় থাকতে হলো। 

পোষাকের আলগা রঙে

যা কিছু সৌন্দর্য, তা তো বৃষ্টি জলে স্নান সেরে

কেবল ঘুম ভেঙে দেখা কোন এক খণ্ডিত আপেল! 

এখনও মাঝরাতে

মার্বেল গড়ায় সিথানের চারপাশে 

গৃহস্থ সংসার টিকে থাকে ঋদ্ধ আলোর খামে

আগামি শীতের আগে শিখে নিও 

মন আর শরীরের ভাষা।