“শৈশব কাল

“শৈশব কাল

    শাহারা খান 

ইচ্ছে করে ফিরে পেতে

আমার সোনালী শৈশব 

ভোর বিহানে ঘুম ভেঙে

শুনতাম পাখির কলোরব।

বাবা মায়ের আদর স্নেহ

বোনের সাথে খুনসুটি

পুতুল ভাঙ্গার অপরাধে

ধরতো টেনে চুলের ঝুটি।

ভাইয়ের নিখাদ ভালোবাসা

মেলায় গিয়ে দোলনা চড়া

পুকুর জলে সাঁতার কেটে

আঁচল ছেকে মাছ ধরা।

রোজ বিকেল খেলার আসর

বট তলায় জমতো 

পাড়ার সকল সাথী নিয়ে

আনন্দে দিন কাটতো।

পূজা পার্বণ ঈদ উৎসবে

বইতো খুশির ঢেউ

হিন্দু মুসলিম সবাই সমান

 পর ছিলো না কেউ।

দলবেধে মেঠোপথে

পাঠশালায় যাওয়ার সুখ

গরীব ধনী সবার তরে

মিলিয়ে দিতাম বুক।

মধুমাখা শৈশব স্মৃতি

ভাসে মনের আঙিনায়

হারিয়ে যাওয়া দিনগুলি

আর কি ফিরে পাওয়া যায়?