শিশুর দল

শিশুর দল

এম,এ করিম

ছলছে ছুটে শিশুর দল

মুখে হাসি টলমল

নতুন বইয়ের গন্ধে 

কি ভারি আনন্দে,

মন মাতানো দারুন ছড়া

অ আ আমার পড়া

ক খ আছে বর্ণ -এটাই

হবে শিশুর জীবনের জন্য,

হবো মোরা ফুলের কলি

ফুটাবো দেশ বিশ্বতলী

আমরা সবাই শিশুর দল

মানবো নাকো কোন চল (বাঁধা),

আজকে মোরা ছলছি ছুটে

জ্ঞানের প্রদীপ জালিয়ে দিতে

সুন্দর এই ধরণীতে

সকল শিশুর করনীতে (কাজে),

বড় হয়ে শিশুর দল 

গড়বে নিজের মনোবল

দেশপ্রেম সততা নিষ্ঠার দূঢ়তা

গড়ে তুলবো বিশ্বজুড়ে মানবতা।