সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

বাংলাভাষী ডেস্কঃঃ

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলের দ্বিতীয় রাউন্ডে যেতে হলে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জয় ছাড়া আর কোনো উপায় নেই। কারণ দুই দলই তুর্কমেনিস্তানের বিপক্ষে জয়ী হয়েছিল। বাংলাদেশ জিতেছিল ৬-০ গোলে, সিঙ্গাপুর ৭-০ গোলে। এই এক গোলের ব্যবধানই বাংলাদেশের জন্য জয় অত্যাবশ্যকীয় হয়ে উঠে।

বাংলাদেশ জিতবে এই আশায় ম্যাচের সব টিকিটও শেষ হয়ে গিয়েছিল। প্রবাসী বাংলাদেশিরা আশায় আছেন জিতবে লাল-সবুজের মেয়েরা। তাদের সেই আশার পালে হাওয়া লাগিয়ে বাংলাদেশ ৩-০ গোলে সিঙ্গাপুরকে হারিয়ে ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ১-০ গোলে। বাংলাদেশের হয়ে সুরভী আকন্দ প্রীতি পেনাল্টি থেকে ২টি এবং সুলতানা আক্তার ১টি গোল করেন।

লাল-সুবজের প্রবাসীদের বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে প্রকম্পিত সিঙ্গাপুরের জিলান বাসার স্টেডিয়াম। বাংলাদেশ প্রথম গোল আদায় করে নেয় ২১ মিনিটে পেনাল্টি থেকে প্রীতির গোলে। প্রথমার্ধে বাংলাদেশ এই এক গোলেই এগিয়ে ছিল।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ৫৫ মিনিটে আবারও পেনাল্টি পায় বাংলাদেশ। এবারও লক্ষ্যভেদ করতে ভুল করেননি প্রীতি। ৬২ মিনিটে সুলতানার গোলে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে যায়। পরে এই গোলেই খেলার শেষ বাঁশি বাজলে বাংলাদেশ ‘ডি’ গ্রুপ চ্যম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয়।