সৌদিতে ঈদ শুক্রবার

বাংলাভাষী ডেস্কঃঃ

সৌদি আরবে বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শুক্রবার (২১ এপ্রিল) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে সৌদি আরবে রমজান মাস ২৯ দিনে শেষ হবে এবং শুক্রবার (২১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, ২১ এপ্রিল থেকে দেশটিতে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। ছুটি থাকবে ৪ দিন। মঙ্গলবার (২৫ এপ্রিল) ছুটি শেষ হবে।

এর আগে ৮টি দেশ আগামী শনিবার (২২ এপ্রিল) ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান এবং ফিলিপাইন।

এক বিবৃতিতে দেশগুলো জানিয়েছে, বৃহস্পতিবার (২০ এপ্রিল) এসব দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই দেশগুলো আগামী শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।

এদিকে আগামীকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। যদি কাল শাওয়াল মাসের চাঁদ দেখা যায় তাহলে শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর যদি চাঁদ দেখা না যায় তাহলে দেশে রবিবার (২৩ এপ্রিল) ঈদ উদযাপিত হবে।