সোনার ধানে স্বপ্ন বুনে

সোনার ধানে স্বপ্ন বুনে

জেসমিন সুলতানা চৌধুরী

সোনার ধানে মাঠ ভরেছে

রঙ লেগেছে গাঁয়ে ,

কাস্তে হাতে দূর ছুটেছে

রাখাল খালি পায়ে। 

অঘ্রান এলো ধান পেকেছে

সুখের আশা কতো!

চাষীর মনে দোল লেগেছে

স্বপ্ন বুনে শতো।

শিশির ভেজা ভোর সকালে

ছোটাছুটির শুরু,

মেঘের দেখা দূর আকাশে

বুকটা দুরুদুরু।

মাড়াই করে খুব যতনে

শুকায় কড়া তাপে,

আমদানিতে দাম কমেছে 

ভয়েতে বুক কাঁপে।

পুরান টিনে জং ধরেছে

ফুটোয় পানি পড়ে,

নতুন টিনে ঘর রাঙাবে

আশায় বিক্রি করে।