সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন আমলা

বাংলাভাষী ডেস্কঃঃ

আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টেনেছেন চার বছর আগে। এ যাত্রায় সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটার হাশিম আমলা। নিজের অবসর সিদ্ধান্ত কাউন্টি ক্লাব সারেকে জানিয়েছেন তিনি।

দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে, সব ধরনের পেশাদার ফরম্যাট মিলিয়ে ৩৪ হাজার ১০৪ রান করেছেন আমলা। ২০০৪ থেকে ২০১৯ সালের মধ্যে ১২৪ টেস্টে করেছেন ৯ হাজার ২৮২ রান। স্বদেশিদের মধ্যে তার উপরে আছেন কেবল জ্যাক ক্যালিস। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান আমলা।

২০১২ সালে কায়া ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ৩১১ রানে অপরাজিত ছিলেন আমলা। তার ঝুলিতে রয়েছে মোট ২৮টি টেস্ট সেঞ্চুরি। ১৮১টি ওয়ানডেতে ২৭টি সেঞ্চুরিতে ৮ হাজার ১১৩ এবং ৪৪টি টি-টোয়েন্টিতে ১ হাজার ২৭৭ রান করেছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

পেশাদার ক্রিকেটকে বিদায় জানানোর আগেই কোচিং ক্যারিয়ারে প্রবেশ করেছেন আমলা। চলমান এসএ টি-টোয়েন্টি টুর্নামেন্টে এমআই কেপটাউনের ব্যাচিং কোচ হিসেবে কাজ করছেন সাবেক এই প্রোটিয়া ব্যাটার। শোনা যাচ্ছে, অচিরেই জাতীয় দলে একই ভূমিকায় দেখা যেতে পারে তাকে।

আমলা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন ২০১৯ বিশ্বকাপের পর। ওই বছরের শেষ দিকে পুনরায় সারেতে নাম লেখান তিনি। এর আগে ২০১৩ এবং ২০১৪ সালে কাউন্টি ক্রিকেটে বিদেশি ক্রিকেটার হিসেবে দেখা যায় তাকে। খেলেছিলেন ডার্বিশায়ার, হ্যাম্পশায়ার, নটিংহামশায়ার ও এসেক্সের হয়ে।
আইপিএলে কিংস একাদশ পাঞ্জাবের জার্সিতে খেলেছেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান। ঘরোয়া প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেছেন কোয়া-জুলু নাটাল, ডালফিনস ও কেপ কোবরাসের।