স্বাধীনতা

স্বাধীনতা

মুকুল মন্ডল

স্বাধীনতা,স্বাধীনতা তুমি সূর্যের ঝিকিমিকি আলো।

স্বাধীনতা তুমি দিলে মুক্তির অনন্ত স্বাদ ।

তোমাকে পাওয়ার জন্য কত ত্যাগ,কত প্রাণের বলিদান। 

স্বাধীনতা তুমি জাতপাত হীন অত্যাচারিত মানবের একাত্মতার স্পন্দন।

স্বাধীনতা তুমি মুক্ত বিহঙ্গের ডানা মেলে ওড়া ।

স্বাধীনতা তুমি মায়ের হাতের আদরের স্পর্শ ।

স্বাধীনতা তুমি আমার অহংকার,তুমি মুক্তির স্বাদ ।

স্বাধীনতা তুমি চিন্তায়,চেতনায়,আবেগে,জীবনে মুক্তির পরশ ।

স্বাধীনতা তুমি নব বধূর উজ্জ্বল রাঙা মুখের হাসি ।

স্বাধীনতা তুমি তীব্র গরমে শীতল বাতাস ।

স্বাধীনতা তুমি নির্ভয়ে শিশুর মতো ঘুম ।

স্বাধীনতা তুমি প্রভাতে কোকিলের মিষ্টি সুর।

স্বাধীনতা তুমি অহংকার,আবেগ,ভালবাসা।

স্বাধীনতা তুমি শক্তি,তুমি বল,তুমি দুর্বলের আশারস্থল ।

স্বাধীনতা তুমি সম্প্রীতি,তুমি মিলন মহান ।

স্বাধীনতা তুমি দুষ্টের দমন,শিষ্টের পালন ।

স্বাধীনতা তুমি নবজাতকের আগমনের আনন্দ ।

স্বাধীনতা তুমি গ্রামের মেঠোপথে 

উদাসী বাউলের গান ।

স্বাধীনতা তুমি বন্ধুদের আড্ডায় প্রাণ খোলা হাসি ।

স্বাধীনতা তুমি রবীন্দ্রনাথ-নজরুল-জসিমউদ্দিনের কবিতার আবেগ ।

স্বাধীনতা তুমি নব বধূর প্রাণ খোলা হাসি।

স্বাধীনতা তুমি মায়ের স্বজন হারানোর আর্তনাদ ।

স্বাধীনতা তুমি লড়াইয়ের অধিকার ।

স্বাধীনতা তুমি- তুমি এসো অন্ন,বস্ত্রহীন অসহায় মানুষের ঘরে ।

স্বাধীনতা তুমি "জানা-অজানা"র মুক্ত প্রকাশ ।

স্বাধীনতা তুমি প্রগতিশীল সুদৃঢ় "বন্ধুত্বের বন্ধন"।