সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত স্বাধীনতার 50 বছর পূর্তি উৎসব

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত স্বাধীনতার 50 বছর পূর্তি উৎসব

শাহারা খান

বিশেষ প্রতিনিধি

 

৫ই ডিসেম্বর রবিবার ২০২১ এ সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে London Enterprise Academy তে অনুষ্ঠিত হলো বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসব।ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ ছোটনের সভাপতিত্বে প্রথম পর্ব সঞ্চালনা করেন এ কে এম আব্দুল্লাহ।স্বাগত বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ ছোটন।উপস্হিত অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর স্পিকার মোহাম্মদ আহবাব হোসেন,নিউহ্যাম কাউন্সিলার আয়েশা চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা সুজা মাহমুদ,সাবেক সভাপতি ফারুক আহমদ।মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন শেফালী হক,ফেরদৌসী রহমান,শহীদ সন্তান জামাল খান,বীর মুক্তিযোদ্ধা মাহমুদ,মুক্তিযাদ্ধার সন্তান বাবুল হোসেন বাবু প্রমুখ।

  ২য় পর্ব সঞ্চালনা করেন স্মৃতি আজাদ।শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংগীতের সুরে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়।সংগীত পরিবেশন করেন তানজিয়া তানিয়া,মোহনা,শ্রেয়সী।আবৃত্তি করেন মোস্তফা জামান চৌধুরী,মিছবা জামান,শতরূপা,কবি ফয়েজ নুর,সামছুজ্জামান প্রমুখ।
    ৩য় পর্ব পরিচালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব হেনা বেগম।এই পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন—কবি আসমা মতিন,কবি মুজিবুল হক মনি,কবি শাহাদাত করিম,কবি শাহারা খান,কবি এনায়েত ছরওয়ার,কবি নুরজাহান রহমান,কবি মরিয়ম চৌধুরী এবং আরও অনেকে।


        ছোট আকারের কয়েকটি বইয়ের স্টল বসেছিল এই প্রাঙ্গনে।গন্যমান্য বিভিন্ন কবি সাহিত্যিকের বইয়ের সাথে আমরা পরিচিত হলাম।
     করোনাকালীন এই অসময়েও প্রবাসের মাটিতে বসে সাহিত্যের বিকাশ সাধনে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতি পরিষদ যে উদ্যোগ চালিয়ে যাচ্ছে আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।বাংলা সাহিত্য ছড়িয়ে পড়ুক পৃথিবীর সর্বত্র।

বিশেষ প্রতিনিধি-শাহারা খান 
বাংলাভাষী ডটকম,ইউকে