সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাভাষী ডেস্ক 

গতকাল ১৩ই নভেম্বর ২০২২ রবিবার সন্ধ্যায়, ইস্টলন্ডনের একটি হলে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। সাধারণ সভায় সভাপতিত্ব করেন ময়নূর রহমান বাবুল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহ। সভাপতি ময়নূর রহমান বাবুলের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়। এরপর সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহ গত বছরের কার্যবিবরণ তুলে ধরেন এবং কোষাধ্যক্ষ আনোয়ার শাহজাহান গত বছরের আর্থিক হিসাব তুলে ধরেন। কার্যবিবরণ ও হিসাব যথাযথ হয়েছে বলে উপস্থিত সকলে অনুমোদন প্রদান করেন। এ ছাড়া গত সাধারণ সভার মিনিটস সর্বসম্মতভাবে অনুমোদন প্রদান করা হয়। গত ৪-৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত বইমেলা সফল ভাবে আয়োজনের জন্য উপস্থিত সবাই সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ সহ কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

দ্বিতীয় পর্বে ছিল নির্বাচন। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন ফারুক আহমদ, ড. রফিকুল হাসান জিন্নাহ ও আতাউর রহমান মিলাদ। নির্বাচনে কোনো প্রতিদ্বন্ধিতা না থাকায় বর্তমান কার্যনির্বাহী কমিটেকে সর্বসম্মতিক্রমে আগামী দুবছরের জন্য সংগঠন পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়। 
সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- ড. রফিকুল হাসান জিন্নাহ,আতাউর রহমান মিলাদ, ফারুক আহমদ,আবু মকসুদ, নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ ছোটন, সুজাত মনসুর, হামিদ মোহাম্মদ, ময়নূর রহমান বাবুল, এ কে এম আব্দুল্লাহ, স্মৃতি আজাদ, আনোয়ার শাহজাহান, মোসাইদ খান, মোস্তফা জামান চৌধুরী, শাহ সোহেল আমিন, মোহাম্মদ ইকবাল,সৈয়দ হিলাল সাইফ,উদয় শংকর দূর্জয়, মুহাম্মদ মুহিদ,আহমদ হোসেন হেলাল, মোহাম্মদ নুরুল হক, রহমত আলী, নূরুন্নবী, মোহাম্মদ আবুল কালাম, সেলিনা আক্তার জোছনা, শেখ শমছুল ইসলাম।