সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড রোনালদোর

বাংলাভাষী ডেস্ক :

পুরুষদের ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরো ২০২৪-এর বাছাইপর্বে লিখেনস্টাইনের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে এই অনন্য রেকর্ড গড়েন রোনালদো। ম্যাচে রোনালদোর দল জিতেছে ৪-০ গোলে।

লিসবনে ‘জে’ গ্রুপের ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে রোনালদো ১৯৭ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়লেন। এতদিন এই রেকর্ডে রোনালদোর পাশে ছিলেন কুয়েতের ফরোয়ার্ড বাদের আল-মুতাওয়া। বাদের ম্যাচ খেলেছেন ১৯৬টি।

সর্বোচ্চ ম্যাচ খেলার পাশাপাশি রোনালদো আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক। লিখেনস্টাইনের বিপক্ষে জোড়া গোলের মাধ্যমে রোনালদো তার আন্তর্জাতিক গোল সংখ্যা দাঁড়িয়েছে ১২০টি। এই ম্যাচে রোনালদো পেনাল্টি থেকে একটি এবং ফ্রি-কিক থেকে একটি গোল করেন।

পেশাদার ক্যারিয়ারে ক্রিশ্চিয়ানো রোনালদো এখন পর্যন্ত ৭টি ঘরোয়া লিগ, ১১টি মেজর ঘরোয়া শিরোপা, পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি ক্লাব বিশ্বকাপ, একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও একটি উয়েফা নেশন্স লিগ জিতেছেন।

গত নভেম্বরে প্রথম খেলোয়াড় হিসেবে শীর্ষ স্তরের ফুটবলে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো।

ইউরোপে বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে রোনালদো এখন খেলছেন এশিয়ার সৌদি আরবের আল নাসর ক্লাবে। তিনি চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা (১৪০টি); চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের মালিক (১৮৩টি); সর্বোচ্চ পাঁচবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ; একমাত্র খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের তিনটি ফাইনালে গোল করেছেন; পাঁচটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন রোনালদো, যা সব খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ; ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি গোল করেছেন (১৪টি)' ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ মিলিয়ে সর্বোচ্চ গোল (২২টি); পুরুষ আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল (১২০টি); এবং পুরুষ আন্তর্জাতিক ফুটবলে ১০টি হ্যাটট্রিক করা প্রথম খেলোয়াড়।