সুরমা নদীর গান

সুরমা নদীর গান

কামরুল ইসলাম বুলবুল। 

ঐ নদীর নাম সুরমা,

মিষ্টি মধুর ঊর্মা!

এমন কল্লোলে মন বেদনা ভোলে।।

আমার এই দীঘল গাঙে,

তরুণ অরুণালোয় রাঙে!

এমন আবহে মন বাতায়ন খোলে।।

শান্ত সমুজ্জ্বল সজল নদী,

সুউদার নিত্য বহে নিরবধি! 

সুরমা সমীপে পাখিরা সুর তোলে।।

কত জেলে মাছ মারে,

কত মাঝি তরী রাখে সারে-সারে!

তাদের মহৎ কাজ মনে নিপুণ দোলে।।

সুরমার তটে বসে,

কত কবি কবিতা-গান রচে!

সাহিত্যের সখ্যে সুরমা থাকে ঝুলে।।

সুরের রাণী সুরমা,

দিবানিশি তোলে সুর-যা!

তাই পাগল করে আবেগ আনে মর্মমূলে।।'