* সূর্যমুখীর ঘ্রাণ

* সূর্যমুখীর ঘ্রাণ


                 

   * রুমি চৌধুরী *

ভালোবাসার শীতল জলে ডুবে আছি আকণ্ঠ
তবুও মন খোঁজে একমুঠো উষ্ণাভ প্রেম
প্রেমহীন ভালোবাসায় বড্ড হাঁপিয়ে ওঠি
যেন ঊনপঞ্চাশ বাতাসে ওড়ে তৃষিত হৃদয়
তনুর তিমির খোলে আপন বলয়।

কিছুটা নিখাদ নীল, খোঁচা কিছু মেঘ ছাড়া
কীইবা মাধুর্য থাকে বিস্তীর্ণ আকাশের!
শূন্যতা ছাড়া সেতো আর কিছু নয়!
যেমন থাকে না প্রাণ ঢেউহীন সাগরে!

সূর্যের তেজে পোড়ে সূর্যমুখীর ঘ্রাণ
মাস্তুলে বাঁধা থাকে জাহাজের প্রাণ।