স্লোগান

স্লোগান

মধুমিতা বসু সরকার 

( ভারত

আল্লহ কি মর্জি থি বলে চলে যায় যে বা যারা 

রাষ্ট্রের নামে দিব্যি করে বলছি 

সেসব ঔদাসীন্য কে ঘৃণা করি 

ঘর বসত পুড়ে গেলে হা ধর্ম হা ধর্ম

কোথায় ঈশ্বর তখন, কোথায় ভবিষ্য

মাথার ওপর আহাম্মক মেঘ লাস্য করে। 

যাদের ঘর পুড়ে যায় সিঁদুরে মেঘ দেখলে। 

আম্রপালি আমের সুস্বাদ

মূর্ধা পর্যন্ত - ছিঃ বোকার মতো

ওষ্ঠের কাছে ভেঙ্গে পড়ে শমীবৃক্ষ পতন লিখি 

অশ্রু দিয়ে নদী নয়, মরুভূমি আঁকি

মরূদ্যান সমকোনে রেখে হাতড়ে হাতড়ে খোঁজে ভাঙ্গা হাড়ি পাতিল -

যা এতোদিন অন্নের মতো জুঁই ফুল দিত পাতে। 

এসো প্রাত্যহিকী যাপনে শুধু আর্ত চিৎকার লিখি। 

ক্ষুন্নিবৃত্তির মতো কিছু গুরুত্বপূর্ণ কথা। 

তোমার পোড়া ঘর, আমারো ব্যার্থতা।