সিলেটে ছাত্রদলের মশাল মিছিল

সিলেটে ছাত্রদলের মশাল মিছিল

বাংলাভাষী ডেস্কঃঃ

পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনার প্রতিবাদে মশাল মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে মশাল মিছিলটি নগরীর মদিনা মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুবিদবাজার পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রাজিবের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলালের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুজেল ইমাম, আইন বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ পাল, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক হিফজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রেদুয়ান আহমদ, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রনি পাল, ল’কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আলী আহমদ, মহানগর ছাত্রদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক লায়েক আহমদ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সায়েব খান, জিয়া উদ্দিন চৌধুরী লাভলু, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান, এম. এ হানিফ, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রাসেদ আহমদ, জেলা ছাত্রদলের সদস্য আলম রহমান, নুর আলম, মুত্তালিব পাশা, শেখ মুরাদ আহমদ, শেখ নাদিম উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক আরমান আহমদ, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক নাজিম উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব নাজমুল ইসলাম আখল, ২৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব জাসিম আহমদ রাফি, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক মকবুল চৌধুরী, জুয়েল আহমদ, এমসি কলেজ ছাত্রদল নেতা ফয়জুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইয়ান আহমদ শিপন, মহানগর ছাত্রদল নেতা আব্দুল হক, হাসান আহমদ, সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব কবির আহমদ, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, আনোয়ার হোসেন হৃদয়, মুহিবুর রহমান, সুয়েব আহমদ, মিলাদ আহমদ, সুনাত মিয়া, মাহিদুল ইসলাম, সবুজ আহমদ, তারেক আহমদ, সেলিম মিয়া, সদর উপজেলা ছাত্রদল নেতা ইমরান আহমদ, মাসুম আহমদ, বাবুল আহমদ, শাহ খুররম ডিগ্রি কলেজের ছাত্রদল নেতা জামাল আহমদ, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য নুরুল ইসলাম, পশ্চিম ইসলাম ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জনগণের পক্ষে কথা বললেই আওয়ামী লীগ গুম-খুনের অপরাজনীতিতে মেতে উঠে। ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমকে কি বীভৎসভাবে হত্যা করা হয়েছে। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকারসহ জনগণের দাবী আদায়ের আন্দোলনে রাস্তায় নেমে নুরে আলমকে শহীদ হতে হলো। শহীদ নুরে আলমের রক্ত বৃথা যাবেনা। ইনশাআল্লাহ অতি শীঘ্রই স্বৈরাচারের পতন হবে।