সিলেট জেলা বিএনপির কাউন্সিল ২৯ মার্চ

সিলেট জেলা বিএনপির কাউন্সিল ২৯ মার্চ

বাংলাভাষী ডেস্ক::

অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট জেলা বিএনপির বহুল আলোচিত কাউন্সিল। বৃহস্পতিবার (২৪ মার্চ) কাউন্সিলের তারিখ নির্ধারণ করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। স্থগিত হওয়া কাউন্সিল আলিয়া মাদ্রাসা মাঠে আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। তিনি বলেন, সিলেট জেলা বিএনপির কাউন্সিলে তিন পদে লড়বেন নয় জন। সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী (শামীম), সাধারণ সম্পাদক পদে আ. ফ. ম কামাল, আলী আহমদ, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও মো. আব্দুল মান্নান।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, লোকমান আহমদ ও মো. শামিম আহমদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে সোমবার (২১ মার্চ) সন্ধ্যায় সিলেট জেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সভায় আলোচনার ভিত্তিতে এই মাসের ২৯, ৩০ ও ৩১ মার্চের যেকোনো দিন জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। তখন দলের হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী তারিখ নির্ধারণের কথা বলা হয়।

সময়মতো ভোটার তালিক প্রকাশ না করার কারণ দেখিয়ে রবিবার সিলেট জেলা বিএনপির কাউন্সিল স্থগিত করা হয়েছে। কাউন্সিল স্থগিতের পর সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় বিএনপি। এই কমিটি ২৭ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা রয়েছে। 

এরই মধ্যে জেলা বিএনপির কাউন্সিলের সভাপতি পদ থেকে সরে দাঁড়ান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি সিলেট জেলা বিএনপির সম্মেলন গণতান্ত্রিক, সার্থক ও সফল করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।